সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস
- সংখ্যা :-
কোন কিছুকে গাণিতিক উপস্থাপন বা প্রকাশক সাংকেতিক চিহ্ন কে সংখ্যা বা Number বলে।
বিভিন্ন সভ্যতা বা ভিন্ন ভিন্ন ভাষাভাষীদের সাংকেতিক চিহ্ন বা সংখ্যা বিভিন্ন রকম। যেমন : রোমান সংখ্যা :- ।, ।।, ।।।
ইংরেজী সংখ্যা :- 1, 2, 3
বাংলা সংখ্যা :- ১, ২, ৩
স্থানীয় মানের উপর ভিত্তি করে সংখ্যা ২ প্রকার
১. পজিশনাল ( ভিত্তি
২.নন-পজিশনাল ( ভিত্তিহীন)
১.পজিশনাল সংখ্যা :-
যে সকল সংখ্যার স্থানীয় মান বিদ্যমান তাদের পজিশনাল সংখ্যা বলে।
পজিশনাল সংখ্যা ৪ প্রকার যথা -
1.দশমিক(Decimal) :-
এই সংখ্যা পদ্ধতিতে ১০ টি সংখ্যা বিদ্যমান থাকায় এদের দশমিক সংখ্যা বলে। এ কারণে এদের ভিত্তি ও 10 । সংখ্যাগুলো :- 0,1,2,3,4,5,6,7,8,9
2. দ্বিমিক (Binary) :-
এই সংখ্যা পদ্ধতিতে ২ টি সংখ্যা বিদ্যমান থাকায় এদের দশমিক সংখ্যা বলে। এ কারণে এদের ভিত্তি ও 2 । সংখ্যাগুলো :- 0,1
3.অক্টাল (Octal):-
এই সংখ্যা পদ্ধতিতে ৮ টি সংখ্যা বিদ্যমান থাকায় এদের দশমিক সংখ্যা বলে। এ কারণে এদের ভিত্তি ৮ । সংখ্যাগুলো :- 0,1,2,3,4,5,6,7
4. হেক্সাডেসিম্যাল (Hexadecimal) :-
এই সংখ্যা পদ্ধতিতে 16 টি সংখ্যা বিদ্যমান থাকায় এদের দশমিক সংখ্যা বলে। এ কারণে এদের ভিত্তি ও 16 । সংখ্যাগুলো :- 0,1,2,3,4,5,6,7,8,9 A, B, C, D, E, F
২.নন-পজিশনাল :-
যেসকল সংখ্যার নিদিষ্ট কোন ভিত্তি থাকেনা তাদের নন- পজিশনাল সংখ্যা বলে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন