বৃহস্পতিবার, ৩ মে, ২০১৮
সোমবার, ৫ মার্চ, ২০১৮
আলোর প্রতিসরণ
আলোর প্রতিসরণ
ভুমিকা:- আলোর প্রতিফলন সম্পর্কে ভালো করে জানলে প্রতিসরণ খুব সহজে বুঝতে পাড়া যায়।
চলুন জেনে নেয়া যাক আলোর প্রতিসরণ সম্পর্কে
আলোর প্রতিসরণ :-
আলো যখন এক স্বচ্ছ মাধ্যম অপর একটি স্বচ্ছ মাধ্যমে তীর্যকভাবে আপতিত হয় তখন এর গতিপথ কিছুটা বেকে যায় ; এই বেকে যাওয়ার প্রবণতাকে আলোর প্রতিসরণ বলে।
আলোর প্রতিসরণ :-
আলো যখন এক স্বচ্ছ মাধ্যম অপর একটি স্বচ্ছ মাধ্যমে তীর্যকভাবে আপতিত হয় তখন এর গতিপথ কিছুটা বেকে যায় ; এই বেকে যাওয়ার প্রবণতাকে আলোর প্রতিসরণ বলে।
বৃহস্পতিবার, ১ মার্চ, ২০১৮
পৃথিবীর ভৌগলিক সকল তথ্য
- সাধারণ ভৌগলিক তথ্য
প্রশ্ন: সবচেয়ে সরু দেশ কোনটি ? চিলি দৈর্ঘ্য ৬,১৫৫ কিমি | লি | |
প্রশ্ন: পৃথিবীর সব সর্ব দক্ষিনের শহর কোনটি ? পুন্টা আরেনাস , চিলি । | ||
প্রশ্ন: সর্বাধিক দ্বীপ নিয়ে গঠিত দেশ কোনটি ? ইন্দনেশিয়া (১৩,৫০০ টি) । | ||
প্রশ্ন: ইন্দনেশিয়ার কতটি দ্বীপে মানব বসতি আছে ? প্রায় ৬,০০০ টি । | ||
প্রশ্ন: সবচেয়ে বেশি নিরপেক্ষ দেশ কোনটি ? সুইজারল্যান্ড । | ||
প্রশ্ন: কোন দেশ আন্তর্জাতিক ভাবে কোন যুদ্ধে অংশগ্রহন করেন নি ? সুইজারল্যান্ড । | ||
প্রশ্ন: সুইজারল্যান্ড কবে জাতিসংঘের সদস্য পদ গ্রহন করে ? ১০ সেপ্টেম্বর, ২০০২ সালে । | ||
প্রশ্ন: বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ কোনটি ? চীন (পৃথিবের মোট জনসংখ্যার ২৩%) । | ||
প্রশ্ন: বিশ্বের ক্ষুদ্রতম প্রজাতন্ত্র কোনটি নাউরু (আয়তন ২১ বর্গ কি.মি.) । | ||
প্রশ্ন: বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি ? ভ্যটিকান সিটি (১০৮.৭ একর ) । | ||
প্রশ্ন: বিশ্বের দীর্ঘতম সীমান্ত কোন দুটি দেশের ? যুক্তরাষ্ট্র ও কানাডা (৬,৪১৬ কি.মি. , আলাস্কার ২৫৪৭ কি.মি. ছাড়াই ) । | ||
প্রশ্ন: দ্বিতীয় দীর্ঘতম সীমান্ত কোন দুটি দেশের ? আর্জেন্টিনা ও চিলি (৫২৫৫ কি.মি.) । | ||
প্রশ্ন: সর্বাধিক লোক অতিক্রমকারী সীমান্ত কোনটি ? যুক্তরাষ্ট্র ও মেক্সিকো সীমান্ত (বছরে প্রায় ৫০কোটি লোক অতিক্রম করে) । | ||
প্রশ্ন: সর্বাধিক সীমান্ত বেষ্ঠিত দেশ কোনটি ? চীন (১৫দেশের সাথে সীমান্ত)। | ||
প্রশ্ন: পৃথিবীর সংক্ষিপ্ত সীমান্ত কোনটি ? জিব্রাল্টার ও স্পেন (১.৫৩ কি.মি.) । | ||
প্রশ্ন: দ্বিতীয় ক্ষুদ্র সীমান্ত কোনটি ? ভ্যাটিকান সিটি ও রোম (৪.০৭ কি.মি.) । | ||
প্রশ্ন: আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ কোনটি ? রাশিয়া (পৃথিবীর মোট আয়তনের ১১.৫%) । | ||
প্রশ্ন: কোন দেশের রাজধানীকে বিভক্ত রাজধানী বলে ? নেদারল্যান্ড । | ||
প্রশ্ন: কোন দেশের তিনটি রাজধানী ? দক্ষিণ আফ্রিকা । | ||
প্রশ্ন: দক্ষিণ আফ্রিকার রাজধানী তিনটি কি কি ? প্রিটোরিয়া, কেপটাউন ও ব্লমফনটেন । | ||
প্রশ্ন: সৌর জগত সবৃ প্রথম কে আবিস্কার করেন ? কোপারনিকাস, ১৫৪০ সালে । | ||
প্রশ্ন: সর্ব প্রথম এভারেষ্ট কে জয় করেন ? হিলারী তেনজিং, ১৯৫৩ সালে । | ||
প্রশ্ন: সর্ব প্রথম কোন মহিলা এভারেষ্ট জয় করেন ? জনাকো তাবেই, ১৯৭৫ সালে । | ||
প্রশ্ন: ভারতে গমনের সমুদ্র পথ কে আবিস্কার করেন ? ভাস্কো দা গামা । | ||
প্রশ্ন: প্রথম চন্দ্র প্রদক্ষিণ করেন কে ? ফ্র্রাঙ্ক বরম্যান ও অ্যান্ডারস, ১৬৬৮ সালে । | ||
প্রশ্ন: ট্যাঙ্গানিকা হ্রদ কে আবিস্কার করেন ? ক্যাপ্টেন জন স্পেক, ১৮৫৬ সালে । | ||
প্রশ্ন: উত্তর মেরু কে আবিস্কার করেন ? রবার্ট পিয়েরে, ১৯০৯ সালে । | ||
প্রশ্ন: দক্ষিণ মেরু আবিস্কার করেন কে ? ব্রমান্ড সেন, ১৯১২ সালে । | ||
প্রশ্ন: আমেরিকা আবিস্কার করেন কে ? ইতালীর নাবিক কলম্বাস, ১৪৯৮ সালে । | ||
প্রশ্ন: পশ্বিম ভারতীয় দ্বীপপুঞ্জ কে আবিস্কার করেন ? কলম্বাস, ১৪৯২ সালে । | ||
প্রশ্ন: কে সর্বপ্রথম পালের নৌকায় বিশ্ব ভ্রমণ করেন ? ম্যাগিলান, ১৫১৯ সালে । | ||
প্রশ্ন: প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরে গমনের পথ কে আবিস্কার করেন ? ম্যাগিলান । | ||
প্রশ্ন: ভিক্টোরিয়া জলপ্রপাত কে আবিস্কার করেন ? ডেভিড লিভিংস্টোন । | ||
প্রশ্ন: গ্রীনল্যান্ড কে আবিস্কার করেন ? এরিক দি রেড ভাইকিং, ৯৮২ সালে । | ||
প্রশ্ন: অস্ট্রেলিয়া কে আবিস্কার করেন ? উইলিয়াম জ্যাকসন, ১৯০৬ সালে । | ||
প্রশ্ন: আয়তনে পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি ? রাশিয়া । | ||
প্রশ্ন: হংকং বর্তমানে কোন দেশের সাথে একভূত হয়েছে ? চীন । | ||
প্রশ্ন: বিশ্বে সবচেয়ে বেশি লোক কথা বলে কোন ভাষায় ? চাইনিজ মান্দারিন ভাষায় । | ||
প্রশ্ন: বাংলাদেশ ছাড়া আর কোন দেশে পয়সা ক্ষুদ্রতম মুদ্রা ? মায়ানমার । |
প্রশ্ন: আমস্টারডাম সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ? হল্যান্ড । |
প্রশ্ন: আলেকজান্দ্রিয়া সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ? মিশর। |
প্রশ্ন: আকিয়াব সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ? মায়ানমার। |
প্রশ্ন: ইয়াকোহামা সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ? জাপান। |
প্রশ্ন: ইয়াংগুন সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ? মায়ানমার। |
প্রশ্ন: এন্টওয়ার্প সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ? বেলজিয়াম। |
প্রশ্ন: ওয়েলিংটন সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ? নিউজিল্যান্ড। |
প্রশ্ন: ওসাকা সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ? জাপান। |
প্রশ্ন: করাচী সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ? পাকিস্তান। |
প্রশ্ন: কলম্ব সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ? শ্রীলঙ্কা। |
প্রশ্ন: কলিকাতা সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ? ভারত। |
প্রশ্ন: কারডিখ সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ? ইংল্যান্ড। |
প্রশ্ন: ক্যান্টন সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ? চীন। |
প্রশ্ন: কেপটাউন সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ? দক্ষিণ আফ্রিকা। |
প্রশ্ন: ক্যাসাব্লাঙ্কা সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ? মরক্কো। |
প্রশ্ন: গ্লাসগো সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ? স্কটল্যান্ড। |
প্রশ্ন: চট্টগ্রাম সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ? বাংলাদেশ। |
প্রশ্ন: মংলা সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ? বাংলাদেশ। |
প্রশ্ন: জেনোয়া সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ? ইটালী। |
প্রশ্ন: ডানজিক সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ? পোল্যান্ড। |
প্রশ্ন: নিউইয়র্কসমুদ্র বন্দর কোথায় অবস্থিত ? যুক্তরাষ্ট্র। |
প্রশ্ন: নিউ অরলিন্স সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ? যুক্তরাষ্ট্র। |
প্রশ্ন: নিউ ক্যাসল সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ? ইংল্যান্ড। |
প্রশ্ন: নেপলস সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ? ইতালী। |
প্রশ্ন: পোর্ট সৈয়দ সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ? মিশর। |
প্রশ্ন: ফিলাডেলফিয়া সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ? যুক্তরাষ্ট্র। |
প্রশ্ন: বুয়েন্স আয়ার্স সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ? আর্জেন্টিনা। |
প্রশ্ন: ব্রিস্টল সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ? ইংল্যান্ড। |
প্রশ্ন: ব্রিসবেন সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ? অষ্ট্রেলিয়া। |
প্রশ্ন: ব্যাংকক সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ? থাইল্যান্ড। |
প্রশ্ন: ভেনিস সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ? ইতালী। |
প্রশ্ন: মন্ট্রিলসমুদ্র বন্দর কোথায় অবস্থিত ? কানাডা। |
প্রশ্ন: মন্টি ভিডিওসমুদ্র বন্দর কোথায় অবস্থিত ? উরুগুয়ে। |
প্রশ্ন: মারসিলিস সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ? ফ্রান্স। |
প্রশ্ন: ম্যাঞ্চেস্টার সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ? ইংল্যান্ড। |
প্রশ্ন: মাদ্রাজ সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ? ভারত। |
প্রশ্ন: ম্যানিলা সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ? ফিলিপাইন। |
প্রশ্ন: মুম্বাই সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ? ভারত। |
প্রশ্ন: রোটারডাম সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ? হল্যান্ড। |
প্রশ্ন: রিও ডি জেনিরোসমুদ্র বন্দর কোথায় অবস্থিত ? ব্রাজিল। |
প্রশ্ন: লিভারপুল সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ? ইংল্যান্ড। |
প্রশ্ন: লিসবনসমুদ্র বন্দর কোথায় অবস্থিত ? পর্তুগাল। |
প্রশ্ন: লন্ডন সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ? ইংল্যান্ড। |
প্রশ্ন: লেলিন গ্রাদ সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ? রাশিয়া। |
প্রশ্ন: সাংহাই সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ? চীন। |
প্রশ্ন: সানফ্রান্সিসকো সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ? যুক্তরাষ্ট্র। |
প্রশ্ন: সিঙ্গাপুরসমুদ্র বন্দর কোথায় অবস্থিত ? সিঙ্গাপুর। |
প্রশ্ন: সিডনী সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ? অষ্ট্রেলিয়া। |
প্রশ্ন: শিকাগো সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ? যুক্তরাষ্ট্র। |
প্রশ্ন: হংকং সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ? হংকং। |
প্রশ্ন: হামবুর্গ সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ? জার্মানী। |
প্রশ্ন: বন্দর আব্বাসসমুদ্র বন্দর কোথায় অবস্থিত ? ইরান। |
প্রশ্ন: ডারউইন সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ? অষ্ট্রেলিয়া। |
প্রশ্ন: এশিয়া মহাদেশের অবস্থান কিরূপ ? ১০ ডিগ্রী দক্ষিণ হতে ৭৮ ডিগ্রী উত্তর অংশ এবং ২৫ডিগ্রী পূর্ব হতে পূর্ব দিকে ১৭০ ডিগ্রী দ্রাঘিমা পর্যন্ত । |
প্রশ্ন: এশিয়া মহাদেশের প্রায় মধ্য দিয়ে অতিক্রম করেছে কোন রেখা ? ৯০ ডিগ্রী পূর্ব দ্রাঘিমা । |
প্রশ্ন: এশিয়া মহাদেশ কোথায় অবস্থিত ? উত্তর গোলার্ধে । |
প্রশ্ন: এশিয়ার আয়তন কত ? ৩,১০,২৭,২৩০ বর্গ কি.মি.। |
প্রশ্ন: এশিয়া পৃথিবীর মোট আয়তনের কত অংশ ? ২১.৪ % । |
প্রশ্ন: এশিয়া পৃথিবীর মোট আয়তনের কত ? প্রায় এক তৃতীয়াংশ । |
প্রশ্ন: এশিয়ার বৃহত্তম দীপ কোনটি ? বোর্নিও (৭,৪৬,৫৪৬ বর্গ কি.মি.) । |
প্রশ্ন: আয়তনের দিক দিয়ে এশিয়ার বৃহত্তম দেশ কোনটি ? গণ চীন (৯৩,২৬,৪১০ বর্গ কি.মি.) । |
প্রশ্ন: আয়তনের দিক দিয়ে এশিয়ার সবচেয়ে ছোট দেশ কোনটি ? মালদ্বীপ (৩০০ বর্গ কি.মি.) । |
প্রশ্ন: লোক সংখ্যার দিক দিয়ে এশিয়ার বৃহত্তম দেশ কোনটি ? গণচীন । |
প্রশ্ন: এশিয়ার মোট উপকূল রেখার দৈর্ঘ্য কত ? ৫৭,৯৫০ কি.মি. । |
প্রশ্ন: জাপান সাগর ও পীত সাগের মধ্যে কোন দীপের অবস্থান ? কোরিয়া উপদ্বীপ । |
প্রশ্ন: পারস্য উপসাগরে কোন দ্বীপ অবস্থিত ? বাহরাইন দ্বীপ । |
প্রশ্ন: পৃথিবীর কত ভাগ মানুষ এশিয়ায় বাস করে ? ৬০.৬ ভাগ । |
প্রশ্ন: এশিয়ার বৃহত্তম নদী কোনটি ? ইয়াংসিকিয়াং (৫৪৯৪ কি.মি.) । |
প্রশ্ন: এশিয়ার সবচেয়ে খরস্রোতা নদী কোনটি ? সালউইন । |
প্রশ্ন: এশিয়ার দীর্ঘতম নদী গুলোর নাম কি ? ইয়াংসিকিয়াং (৫৪৯৪ কি.মি.), ওব (৫৪১০ ), ইনিসি (৫৪০৬ কি.মি.), হোয়াংহো (৪৩৪৪ কি.মি.), লেনা (৪৪০০ কি.মি.), ব্রম্মপুত্র (২৭০০ কি.মি.)। |
প্রশ্ন: ব্রম্মপুত্র নদী তিব্বতে কি নামে পরিচিত ? সানপো । |
প্রশ্ন: এশিয়া তথা পৃথিবীর বৃহত্তম হ্রদ কোনটি ? কাস্পিয়ান সাগর, (১,৪৩,২৪৪ বর্গ কি.মি.) । |
প্রশ্ন: এশিয়া তথা পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি ? বৈকাল হ্রদ (গভীরতা ৫,৩১৫ ফুট বা ১৬২০ মিটার ) । |
প্রশ্ন: দক্ষিণ এশিয়ার আয়তন কত ? ৪৩,৮৬,৫৪০ বর্গ কি.মি. । |
প্রশ্ন: দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ কোনটি ? ভারত । |
প্রশ্ন: দক্ষিণ এশিয়ার ঘন বসতিপূর্ণ শেষ কোনটি ? বাংলাদেশ । |
প্রশ্ন: এশিয়ার সর্বোচ্চ বিন্দু কোনটি ? এভারেস্ট । |
প্রশ্ন: এশিয়ার সর্বনিম্ন বিন্দু কোনটি ? লোহিত সাগর । |
প্রশ্ন: এভারেস্টের উচ্চতা কত ? ২৯,০২৮ ফুট বা ৮.৮৪৮ মিটার প্রায় । |
প্রশ্ন: এশিয়ার দ্বিতীয় উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কি ? গডউইন অষ্টিন । |
প্রশ্ন: গডউইন অষ্টিন পর্বত শৃঙ্গের অবস্থান কোন পর্বত শ্রেণীতে ? কারাকোরাম । |
প্রশ্ন: কোন কোন দেশের মধ্য দিয়ে সিন্ধু নদ প্রবাহিত হয়েছে ? ভারত ও পাকিস্তান । |
প্রশ্ন: সিন্ধু নদ কোথায় পতিত হয়েছে ? আরব সাগরে । |
প্রশ্ন: গঙ্গা নদী কোথায় পতিত হয়েছে ? বঙ্গপসাগরে । |
প্রশ্ন: ব্রম্মপুত্র নদ কথা থেকে উৎপন্ন হয়েছে ? তিব্বতে । |
প্রশ্ন: ব্রম্মপুত্র নদ কোন দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে ? চীনের তিব্বত, ভারত ও বাংলাদেশ । |
প্রশ্ন: এশিয়ার বৃহত্তম অরণ্য কোনটি ? তৈগা । |
প্রশ্ন: লোহিত সাগর ও সুয়েজ খাল এশিয়াকে পৃথক করেছে কোন মহাদেশ থেকে ? আফ্রিকা । |
প্রশ্ন: এশিয়া মাইনর কাকে বলে ? ভূমধ্যসাগরের পূর্ব উপকূলকে । |
প্রশ্ন: এশিয়া মাইনর ও ক্ষুদ্র সিনাই দ্বীপের মধ্যবর্তী অঞ্চলকে কি বলে ? লেভান্ট । |
প্রশ্ন: এশিয়ার সর্ববৃহৎ সক্রিয় আগ্নেয়গিরি কোনটি ? ক্লুকেভকাজা সোপক । |
প্রশ্ন: এশিয়ার বার্ষিক গড় বৃষ্টিপাত কত ? ২৫০ সেন্টিমিটার । |
প্রশ্ন: এশিয়ার বৃহত্তম মরুভূমি কোনটি ? গোবি মরুভূমি, মঙ্গলিয়া । |
প্রশ্ন: এশিয়ার বৃহত্তম সমভূমি কোনটি ? পশ্চিম সাইবেরিয়া । |
প্রশ্ন: এশিয়া ও ইউরোপকে একত্রে কি বলে ? ইউরেশিয়া । |
প্রশ্ন: এশিয়ার সর্ব উত্তর বিন্দু কোনটি ? চেলুসকিনের অগ্রভাগ । |
প্রশ্ন: এশিয়ার সর্ব পশ্চিম বিন্দু কোনটি ? বেবা অন্তরীপ । |
প্রশ্ন: পৃথিবীর বৃহত্তম লবন হ্রদ কোনটি ? কাস্পিয়ান সাগর । |
প্রশ্ন: পৃথিবীর শীতলতম স্থান কোনটি ? খারখয়ানস্ক । |
প্রশ্ন: এশিয়ার শীতল অরণ্য অঞ্চলের নাম কি ? তৈগা । |
প্রশ্ন: পৃথিবীর উষ্ণতম স্থান কোনটি ? আজিজিয়া, লিবিয়া । |
প্রশ্ন: হরমুজ প্রনালী কোথায় অবস্থিত ? ওমান উপসাগর ও লোহিত সাগরের মধ্যে । |
প্রশ্ন: পূর্ব চীন সাগরকে দক্ষিণ চীন সাগরের সাথে সংযুক্ত করেছে ? ফরমোজা প্রণালী । |
প্রশ্ন: বাহরাইন কোথায় অবস্থিত ? পারস্য উপসাগরে । |
প্রশ্ন: কোন নদীকে চীনের দুঃখ বলা হয় ? হোয়াং হো নদীকে । |
ইউরোপ মহাদেশ
প্রশ্ন: ইউরোপের আয়তন কত ? ২,২৮,২৫,৯০৫ বর্গ কি.মি । |
প্রশ্ন: ইউরোপ কোন গোলার্ধে অবস্থিত ? উত্তর গোলার্ধে । |
প্রশ্ন: জনসংখ্যার দিক দিয়ে ইউরোপ কততম মহাদেশ ? দ্বিতীয় । |
প্রশ্ন: ইউরোপ পৃথিবীর মোট আয়তনের কত অংশ ? ১৫.৭% । |
প্রশ্ন: আয়তনের দিক দিয়ে ইউরোপ কততম ? তৃতীয় । |
প্রশ্ন: ইউরোপের মোট উপকূল রেখা কত ? ৪১,২০৪ কি.মি. । |
প্রশ্ন: আয়তনে ইউরোপ এশিয়ার কতভাগের সমান ? পাঁচ ভাগের একভাগ । |
প্রশ্ন: ইউরোপের পূর্ব দিকে কোন সাগরের অবস্থান ? ক্যাম্পিয়ান সাগর । |
প্রশ্ন: ইউরোপের দীর্ঘতম নদী কোনটি ? ভলগা । |
প্রশ্ন: ইউরোপের বিখ্যাত আগ্নেয়গিরি কি কি ? ভিসুুভিয়াস(ইটালি), ইটনা(সিসিলি) । |
প্রশ্ন: আয়তনে ইউরোপের বৃহত্তম দেশ কোনটি ? রাশিয়া (১,৬৯,৯৫,৮০০ বর্গ কি. মি.) । |
প্রশ্ন: লোক সংখ্যায় ইউরোপের ক্ষুদ্রতম দেশ কোনটি ? রাশিয়া । |
প্রশ্ন: ইউরোপের প্রধান প্রধান নদীর নাম কি ? দানিউব , ভলগা, ডন, নিপার, নিস্টার, পেচোরা, ওয়েজার, রাইন, টেমস, ডুরো, টেগান, গোয়াডিন, ও রোন । |
প্রশ্ন: দানিউব নদীর উৎপত্তিস্থল কোথায় ? ব্ল্যাক ফরেস্ট থেকে । |
প্রশ্ন: ভলগা নদী কোথায় পতিত হয়েছে ? ক্যাম্পিয়ান সাগর । |
প্রশ্ন: কোন নদীর তীরে লন্ডন শহর অবস্থিত ? টেমস । |
প্রশ্ন: পৃথিবীর সর্ববৃহৎ মৎস্যচারণ ক্ষেত্র কোনটি ? ডগার্স ব্যাংক । |
প্রশ্ন: ইউরোপের প্রধান প্রাকৃতিক গ্যাস উৎপন্ন দেশ কোনটি ? রাশিয়া । |
প্রশ্ন: ইউরোপের জলবায়ুর প্রকৃতি কেমন ? আর্দ্র । |
প্রশ্ন: ফ্রান্স ও স্পেনের সীমান্তে কোন পর্বত অবস্থিত ? পিরেনীজ পর্বত । |
প্রশ্ন: ভলগা নদীর উৎপত্তিস্থল কোথায় ? ভলদাই পর্বত (রাশিয়া) । |
প্রশ্ন: ইউরোপের বৃহত্তম সড়ঙ্গ পথ কোনটি ? ইউরো টানেল । |
প্রশ্ন: ইউরো তথা পৃথিবীর বৃহত্তম সমভুমি কোনটি ? মধ্য ইউরোপের সমভুমি । |
প্রশ্ন: ইউরোপের উচ্চতা পর্বতশ্রেনী কোনটি ? আল্পাস । |
প্রশ্ন: ইউরোপের দীর্ঘতম পর্বতমালা কোনটি ? আল্পস পর্বতমালা । |
প্রশ্ন: ইউরোপের উচ্চতম পর্বত শৃঙ্গ কোনটি ? মাউন্ট ব্ল্যাঙ্ক (৪৮০৭ মিটার) । |
প্রশ্ন: ইউরোপের সর্বোচ্চ বিন্দু কোনটি ? এলবুর্জ (৫৬৪১.৮মিটার) । |
প্রশ্ন: ইউরোপের দ্বার বলা হয় কাকে ? ভিয়েনা । |
প্রশ্ন: ইউরোপের ককপিট বলা হয় কাকে ? বেলজিয়াম । |
প্রশ্ন: ইউরোপের প্রধান বস্ত্র শিল্প অঞ্চল কোনটি ? ভিয়েনা । |
প্রশ্ন: বসনিয়া হার্জেগোভিনা কোন অঞ্চলের অর্ন্তগত ? বলকান । |
প্রশ্ন: ইউরোপের বৃহত্তম উপসাগর সাগর কোনটি ? স্ক্যান্ডিনেভিয়া । |
প্রশ্ন: ইউরোপের বৃহত্তম সাগর কোনটি ? ভূমধ্যসাগর । |
প্রশ্ন: যুক্তরাজ্যের উচ্চতম পর্বত শৃঙ্গ কোনটি ? বেননেভিস । |
প্রশ্ন: পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ কোনটি ? আফ্রিকা । |
প্রশ্ন: আফ্রিকার আয়তন কত ? ২,৯৮,০৫,০৪৮ বর্গ কিমি । ২,৯৮,০৫,০৪৮ বর্গ কিমি । |
প্রশ্ন: আফ্রিকা পৃথিবীর মোট আয়তনের কত অংশ ? ২০.৬% । |
প্রশ্ন: আফ্রিকা মহাদেশর অবস্থান ? নিররেখার দু’পাশে । |
প্রশ্ন: প্রাচীনকালে আফ্রিকা মহাদেশকে কি বলা হত ? অন্ধকারাচ্ছন্ন মহাদেশ । |
প্রশ্ন: আফ্রিকা মহাদেশের একমাত্র শিল্পোন্নত দেশ কোনটি ? দক্ষিণ আফ্রিকা । |
প্রশ্ন: আফ্রিকা মহাদেশের বৃহত্তম দ্বীপের নাম কি ? মাদাগাস্কার । |
প্রশ্ন: আফ্রিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি ? কিলিমাঞ্জারো (৫৮৯৪ মিটার) । |
প্রশ্ন: কিলিমাঞ্জারো পর্বতশৃঙ্গ কোন দেশে অবস্থিত ? তাঞ্জানিয়া । |
প্রশ্ন: আফ্রিকার বৃহত্তম হ্রদ কোনটি ? ভিক্টোরিয়া (২৬,৮২৮ বর্গ কি.মি.) । |
প্রশ্ন: আফ্রিকার সর্বনিন্ম বিন্দু কোনটি ? লেক আসাই, জিবুতি (গভীরতা-১৫৬.১ মিটার) । |
প্রশ্ন: আফ্রিকা তথা পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি ? নীলনদ (৬৬৫০ কিমি) । |
প্রশ্ন: আফ্রিকার বিখ্যাত নদী গুলোর নাম কি ? নীলনদ ৬৬৫০ কিমি), কঙ্গো (৪৮০০ কিমি), নাইজার (৪১৮০ কিমি), জাম্বেসী (৩৫৪০ কিমি)। |
প্রশ্ন: আফ্রিকা তথা পৃথিবীর (আয়তনে) বৃহত্তম জলপ্রপাত কোনটি ? নায়াগ্রা (উচ্চতা ৫১ মিটার) । |
প্রশ্ন: পৃথিবীর সর্বাপেক্ষা খর্বকায় জাতি কোনটি ? পিগমী (১.৪ মিটার) । |
প্রশ্ন: পিগমী জাতি কোন দেশে বসবাস করে ? কঙ্গো । |
প্রশ্ন: আয়তনে আফ্রিকার বৃহত্তম দেশ কোনটি ? আলজেরিয়া (২৩,৮১,৭৪০ বর্গ মিটার) । |
প্রশ্ন: লোকসংখ্যায় আফ্রিকার বৃহত্তম দেশ কোনটি ? নাইজেরিয়া । |
প্রশ্ন: আয়তনে আফ্রিকার ক্ষুদ্রতম দেশ কোনটি ? সিসেলিস । |
প্রশ্ন: পৃথিবীর ৬০% হীরা উত্তোলন করা হয় কোন খনি থেকে ? দক্ষিণ আফ্রিকার কিম্বার্লি খনি । |
প্রশ্ন: বৃহদাকার চিড়িয়াখানা বলা হয়া কোন মহাদেশ কে ? আফ্রিকা । |
প্রশ্ন: আফ্রিকার সবচেয়ে সম্পদশালী দেশ কোনটি ? দক্ষিণ আফ্রিকা । |
প্রশ্ন: আফ্রিকা মহাদেশের মধ্য ভাগ দিয়ে কোন রেখা অতিক্রম করেছে ? বিষূব রেখা । |
প্রশ্ন: আফ্রিকা মহাদেশের উপর দিয়ে কোন রেখা অতিক্রম করেছে ? কর্কটক্রান্তি রেখা । |
প্রশ্ন: আফ্রিকা মহাদেশের দক্ষিণ দিয়ে কোন রেখা অতিক্রম করেছে ? মকরক্রান্তি রেখা । |
প্রশ্ন: গরিলা ও শিম্পাঞ্জী আফ্রিকার কোন বনভূমিতে বাস করে ? নিরীয় নিবিড় বনভূমি । |
প্রশ্ন: আফ্রিকা ইউরোপ মহাদেশের কত গুণ ? আড়াই গুন । |
প্রশ্ন: কালাহারি মালভূমি কোথায় অবস্থিত ? দক্ষিণ আফ্রিকা ও বতসোয়ানায় । |
প্রশ্ন: সাভানা তৃনভূমি কোথায় অবস্থিত ? কেনিয়া, সুদান, তানজানিয়া ও জিম্বাবুয়ে । |
প্রশ্ন: আফ্রিকার বৃহত্তম মরূভূমি কোনটি ? সাহারা (৩৫,০০০,০০ বর্গ কি.মি.) । |
প্রশ্ন: আফ্রিকার গভীরতম হ্রদ কোনটি ? ট্যাঙ্গানিকা (গভীরতা-৬৬২ মিটার) । |
উত্তর আমেরিকা মহাদেশ
প্রশ্ন: উত্তর আমেরিকার আয়তন কত ? ২,১৩,৯৩,৭৬২ বর্গ কি.মি. । |
প্রশ্ন: উত্তর আমেরিকা পৃথিবীর মোট আয়তনের কত অংশ ? ১৪.৮% । |
প্রশ্ন: উত্তর আমেরিকা কোন গোলার্ধে অবস্থিত ? পশ্চিম গোলার্ধে । |
প্রশ্ন: আয়তনে উত্তর আমেরিকার বৃহত্তম দেশ কোনটি ? কানাডা (৯০,৯৩,৫৭০ বর্গ কি.মি. ) |
প্রশ্ন: লোকসংখ্যায় উত্তর আমেরিকার বৃহত্তম দেশ কোনটি ? যুক্তরাষ্ট্র । |
প্রশ্ন: আয়তনে উত্তর আমেরিকার ক্ষুদ্রতম দেশ কোনটি ? বারমুডা; (৫২ কি.মি.)। |
প্রশ্ন: লোকসংখ্যায় উত্তর আমেরিকার ক্ষুদ্রতম দেশ কোনটি? গ্রানাডা । |
প্রশ্ন: উত্তর আমেরিকা কে আবিস্কার করেন ? ইটালির বিখ্যাত নাবিক কলম্বাস । |
প্রশ্ন: কলম্বাস কবে আমেরিকা আবিস্কার করেন ? ১৪৯২ । |
প্রশ্ন: উত্তর আমেরিকার অধিকাংশ অধিবাসি কাদের বংশধর ? ইউরোপিয়দের । |
প্রশ্ন: এস্কিমোরা কোথায় বসবাস করে ? তুন্দ্রা অঞ্চলে । |
প্রশ্ন: উত্তর আমেরিকা তথা পৃথিবীর বৃহত্তম সুপেয় পানির হ্রদ কোনটি ? সুপিরিয়র (৩১,৭০০ বর্গ মাইল ) । |
প্রশ্ন: উত্তর আমেরিকার দীর্ঘতম নদী কোনটি ? মিসিসিপি-মিসৌরী (৬০২০ কি.মি.)। |
প্রশ্ন: উত্তর আমেরিকার দীর্ঘতম (একক) নদী কোনটি ? ম্যাকেঞ্জি (৪২৪১ কি.মি.) । |
প্রশ্ন: উত্তর আমেরিকার আদি অধিবাসিদেও নাম কি ? রেড ইন্ডিয়ান ও এস্কিমো । |
প্রশ্ন: উত্তর আমেরিকা তথা পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি ? গ্রীনল্যান্ড (২১,৭৫,৬০০ বর্গ কি.মি.) । |
প্রশ্ন: উত্তর আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ? ম্যাককিনলি, যুক্তরাষ্ট্র (উচ্চতা-৬১৯৪ মিটার) । |
প্রশ্ন: উত্তর আমেরিকার সর্বনিম্ন বিন্দু কোনটি ? ডেথ ভ্যালি, যুক্তরাষ্ট্র (গভীরতা-৮৫.৯ মিটার) । |
প্রশ্ন: উত্তর আমেরিকার বৃহত্তম আগ্নেয়গিরি কোনটি ? পোক্যাটেপেটল, মেক্সিকো (৫৪৫২ মিটার) । |
প্রশ্ন: মিসিগান, ইরি ,সুপিরিয়র, হিউরন ওঅন্টারিও হ্রদগুলোর একত্রে নাম কি ? গ্রেটলেকস । |
প্রশ্ন: মধ্যে আমেরিকা হতে মিসিসিপি অববাহিত পর্যন্ত সমভূমিকে কি বলে ? পৃথিবীর রুটির ঝুড়ি । |
দক্ষিণ আমেরিকা মহাদেশ
প্রশ্ন: দক্ষিণ আমেরিকা কোন গোলার্ধে অবস্থিত ? দক্ষিণ গোলার্ধে । |
প্রশ্ন: দক্ষিণ আমেরিকার আয়তন কত ? ১,৭৫,২২,৩৭১ বর্গ কি.মি. । |
প্রশ্ন: দক্ষিণ আমেরিকা পৃথিবীর মোট আয়তনের কত অংশ ? ১২.১% । |
প্রশ্ন: আয়তনে দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ কোনটি ? ব্রাজিল (৮৪,৫৬,৫৭০ বর্গ কি,মি.) । |
প্রশ্ন: লোকসংখ্যায় দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ কোনটি ? ব্রাজিল । |
প্রশ্ন: দক্ষিণ আমেরিকা তথা পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা কোনটি ? আন্দিজ (৬৪০০ কি.মি.) । |
প্রশ্ন: দক্ষিণ আমেরিকার বৃহত্তম নদী কোনটি ? আমাজান (৬৪৩৭ কি.মি.) । |
প্রশ্ন: পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী কোনটি ? আমাজান । |
প্রশ্ন: পৃথিবীর প্রশস্ততম নদী কোনটি ? আমাজান । |
প্রশ্ন: পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি ? এঞ্জেল জলপ্রপাত (ভেনিজুয়েলা) ৮০৭ মিটার । |
প্রশ্ন: আয়তনে দক্ষিণ আমেরিকার দ্বিতীয় বৃহত্তম দেশ কোনটি ? আর্জেন্টিনা (২৭,৬৬,৮৯০ বর্গ কি.মি.) । |
প্রশ্ন: দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ? অ্যাকঙ্কগুয়া (আর্জেন্টিনা -৬৯৫৮.৮ মিটার) । |
প্রশ্ন: দক্ষিণ আমেরিকার সর্বনিম্ন বিন্দু কোনটি ? ভালডেস পেনিন, আর্জেন্টিনা (৩৯.৯ মিটার) । |
প্রশ্ন: পৃথিবীর তথা দক্ষিণ আমেরিকার উচ্চতম রাজধানীর নাম কি ? লাপাজ, বলিভিয়া । |
প্রশ্ন: পৃথিবীর তথা দক্ষিণ আমেরিকার উচ্চতম বিমান বন্দর কোনটি ? লাপাজ, বলিভিয়া । |
ওশেনিয়া মহাদেশ
প্রশ্ন: ওশেনিয়া কাকে বলে ? দক্ষিণ প্রশান্ত মহাসাগরের সকল দ্বীপকে একত্রে ওশেনিয়া বলে । |
প্রশ্ন: ওশেনিয়া কি কি অঞ্চলে বিভক্ত ? অষ্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মাইক্রোনেশিয়া, মেলেনেশিয়া ও পলিনেশিয়া । |
প্রশ্ন: ওশেনিয়া মহাদেশের আয়তন কত ? ৮৪,২৮,৭০২ বর্গ কি. মি. । |
প্রশ্ন: ওশেনিয়ার বৃহত্তম দেশ কোনটি ? অস্ট্রেলিয়া । |
প্রশ্ন: ওশেনিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি ? নাউরু (২১ বর্গ কি.মি.) । |
প্রশ্ন: অস্ট্রেলিয়ার আয়তন কত ? ৭৬,১৭,৯৩০ বর্গ কি.মি. । |
প্রশ্ন: বিচিত্র জীব জন্তু ক্যাঙ্গারু, প্লাটিপাস, কোয়েল ও এমু কোথায় পাওয়া যায় ? অস্ট্রেলিয়া । |
প্রশ্ন: ওশেনিয়ার দীর্ঘতম নদী কোনটি ? মারে ডালিং, অস্ট্রেলিয়া (৩৭৮০ কি.মি.) । |
প্রশ্ন: ওশেনিয়ার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ? কোসিয়াস্কা, অস্ট্রেলিয়া (২২২৮.১ মিটার) । |
প্রশ্ন: ওশেনিয়ার সর্বনিম্ন বিন্দু কোনটি ? লেক আয়ার (১৫.৮ মিটার ) । |
প্রশ্ন: গ্রেট বেরিয়ার রীফ কোথায় অবস্থিত ? প্রশান্ত মহাসাগরে । |
প্রশ্ন: অস্ট্রেলিয়া কোন গোলার্ধে অবস্থিত ? দক্ষিণ গোলার্ধে । |
প্রশ্ন: ওশেনিয়ার বৃহত্তম দ্বীপ কোনটি ? নিউগিনি(৭,৮৫,০০০ বর্গ কি.মি.) । |
প্রশ্ন: তাহিতি, সামোয়া, ইষ্টার, টোঙ্গা ও টওমোতু প্রভৃতি দ্বীপ গুলোকে কি বলে ? পলিনেশিয়া । |
প্রশ্ন: সান্তাক্রুজ, ফিজি, নিউগিনি, বিসমার্ক, সলোমান, নিউক্যালিডোনিয়া নিয়ে গঠিত হয়েছে ? মেলেনিশিয়া । |
প্রশ্ন: মার্শাল, ক্যারোলিনা, মেরিয়ানা নিয়ে গঠিত হয়েছে ? মাইক্রোনেশিয়া । |
প্রশ্ন: অস্ট্রেলিয়ার ঊষ্ণতম মাস কোনটি ? জানুয়ারি । |
প্রশ্ন: অস্ট্রেলিয়ার শীতলতম মাস কোনটি ? জুলাই । |
মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০১৮
সংকর ধাতুসমূহ
তামা [Cu] 60-80% এবং দস্তা [Zn] 40-20 % -এর মিশ্রিত ধাতু সংকর ।
ব্যবহার : বাসনপত্র, নল, টেলিস্কোপ, মূর্তি, ব্যারোমিটার, বিভিন্ন যন্ত্রের অংশ, জলের কল প্রভৃতি প্রস্তুতিতে পিতলের ব্যবহার হয় ।
(২) কাঁসা [Bell Metal]:-
তামা [Cu] 80% এবং টিন [Sn] 20% -এর মিশ্রিত ধাতু সংকর ।
ব্যবহার : থালা, গ্লাস, মুদ্রা, বাটি, মূর্তি, ঘন্টা প্রভৃতি প্রস্তুতিতে কাঁসার ব্যবহার হয় ।
(৩) ব্রোঞ্জ [Bronze]:-
তামা [Cu] 75-90% এবং টিন [Sn] 25-10% -এর মিশ্রিত ধাতু সংকর ।
ব্যবহার : মূর্তি, থালা, যন্ত্রের বিভিন্ন অংশ, বাসনপত্র, মেডেল, মুদ্রা প্রভৃতি প্রস্তুতিতে ব্রোঞ্জের ব্যবহার হয় ।
ব্যবহার : মূর্তি, থালা, যন্ত্রের বিভিন্ন অংশ, বাসনপত্র, মেডেল, মুদ্রা প্রভৃতি প্রস্তুতিতে ব্রোঞ্জের ব্যবহার হয় ।
(৪) অ্যালুমিনিয়াম-ব্রোঞ্জ [Aluminium-Bronze]:-
তামা [Cu] 90% এবং অ্যালুমিনিয়াম [Al] 10% -এর মিশ্রিত ধাতু সংকর ।
ব্যবহার : মূর্তি, থালা, ফটোফ্রেম শৌখিন দ্রব্য প্রভৃতি প্রস্তুতিতে অ্যালুমিনিয়াম-ব্রোঞ্জের ব্যবহার হয় ।
ব্যবহার : মূর্তি, থালা, ফটোফ্রেম শৌখিন দ্রব্য প্রভৃতি প্রস্তুতিতে অ্যালুমিনিয়াম-ব্রোঞ্জের ব্যবহার হয় ।
(৫) জার্মান সিলভার [German Silver]:-
তামা [Cu] 50%, দস্তা [Zn] 30% এবং নিকেল [Ni] 20% -এর মিশ্রিত ধাতু সংকর ।
ব্যবহার : বাসনপত্র, ফুলদানি ও নানা রকম শৌখিন দ্রব্য প্রস্তুতিতে জার্মান সিলভারের ব্যবহার হয় ।
ব্যবহার : বাসনপত্র, ফুলদানি ও নানা রকম শৌখিন দ্রব্য প্রস্তুতিতে জার্মান সিলভারের ব্যবহার হয় ।
(৬) ডুরালুমিন [Duralumin]:-
অ্যালুমিনিয়াম [Al] 95%, তামা [Cu] 4%, ম্যাগনেসিয়াম [Mg] 0.5% এবং ম্যাঙ্গানিজ [Mn] 0.5% -এর মিশ্রিত ধাতু সংকর ।
ব্যবহার :মোটর গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ, বিমানের কাঠামো নানা রকম যন্ত্রাংশ প্রস্তুতিতে ডুরালুমিন ব্যবহার হয় ।
ব্যবহার :মোটর গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ, বিমানের কাঠামো নানা রকম যন্ত্রাংশ প্রস্তুতিতে ডুরালুমিন ব্যবহার হয় ।
(৭) ম্যাগনেলিয়াম [Magnelium]:-
অ্যালুমিনিয়াম [Al] 98% এবং ম্যাগনেসিয়াম [Mg] 2% -এর মিশ্রিত ধাতু সংকর ।
ব্যবহার : তুলাদন্ড, বিমানের কাঠামো এবং নানা রকম যন্ত্রাংশ নির্মাণে ম্যাগনেলিয়াম ব্যবহার হয় ।
ব্যবহার : তুলাদন্ড, বিমানের কাঠামো এবং নানা রকম যন্ত্রাংশ নির্মাণে ম্যাগনেলিয়াম ব্যবহার হয় ।
(৮) স্টেইনলেস স্টিল [Stainless Steel]:-
লোহা [Fe] 80-90% এবং ক্রোমিয়াম [Cr] 10-20% -এর মিশ্রিত ধাতু সংকর ।
ব্যবহার : ট্যাপ, বাসনপত্র, সাইকেলের যন্ত্রাংশ, সার্জিক্যাল যন্ত্রপাতি ইত্যাদি নির্মাণে স্টেইনলেস স্টিল ব্যবহার হয় ।
ব্যবহার : ট্যাপ, বাসনপত্র, সাইকেলের যন্ত্রাংশ, সার্জিক্যাল যন্ত্রপাতি ইত্যাদি নির্মাণে স্টেইনলেস স্টিল ব্যবহার হয় ।
অ্যালুমিনিয়ামের সংকরসম্পাদনা
- Al-Li (লিথিয়াম, পারদ)
- ডুরালুমিন (কপার, অ্যালুমিনিয়াম)
- Nambe (অ্যালুমিনিয়াম এর সাথে অন্য ৭ টি ধাতু মিশিয়ে)
- ম্যাগনক্স (ম্যাগনেসিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম)
- জামাক (জিঙ্ক, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম,কপার
- সিলুমিন (অ্যালুমিনিয়াম, সিলিকন)
- এ এ-৮৮০০: জাতীয় ইলেক্ট্রিক্যাল কোড অনুযায়ী তার তৈরিতে ব্যবহৃত হয়।
পটাসিয়ামের সংকরসম্পাদনা
লোহাসম্পাদনা
- ইস্পাত (কার্বন) (category:ইস্পাত)
- Iron
- Fernico (nickel, cobalt)
- Elinvar (nickel, chromium)
- Invar (nickel)
- Kovar (cobalt)
- Spiegeleisen (manganese, carbon, silicon)
- Ferroalloys (category:Ferroalloys)
কোবাল্টসম্পাদনা
নিকেলসম্পাদনা
- জার্মান সিলভার (কপার, জিঙ্ক)
- Chromel (ক্রোমিয়াম)
- Hastelloy (মলিবডেনাম, ক্রোমিয়াম, sometimesটাংস্টেন)
- Inconel (ক্রোমিয়াম, iron)
- Mu-metal (iron)
- Monel metal (copper, nickel, iron,manganese)
- Nichrome (chromium, iron, nickel)
- Nicrosil (chromium, silicon, magnesium)
- Nisil (silicon, magnesium)
- Nitinol (titanium, shape memory alloy)
- Copper-Nickel (bronze, copper)
কপারসম্পাদনা
মূল নিবন্ধ: Copper alloys
- Beryllium copper (beryllium)
- Billon (silver)
- Brass (zinc)
- Bronze (tin, aluminium or any other element)
- Aluminium bronze (aluminium)
- Bell metal (tin)
- Guanín
- Gunmetal (tin, zinc)
- Phosphor bronze (tin and phosphorus)
- Ormolu (Gilt Bronze) (zinc)
- Speculum metal (tin)
- Constantan (nickel)
- Corinthian brass (gold, silver)
- Cunife (nickel, iron)
- Cupronickel (nickel)
- Cymbal alloys (Bell metal) (tin)
- Devarda's alloy (aluminium, zinc)
- Heptazion (gold, silver)
- Heusler alloy (manganese, tin)
- Manganin (manganese, nickel)
- Nickel silver (nickel)
- Nordic gold (aluminium, zinc, tin)
- Shakudo (gold)
- Tumbaga (gold)
গ্যালিয়ামসম্পাদনা
রুপাসম্পাদনা
টিনসম্পাদনা
বিরল মৃত্তিকা ধাতুসম্পাদনা
- Mischmetal (various rare earths)
সোনাসম্পাদনা
পারদসম্পাদনা
সীসাসম্পাদনা
- Solder (tin)
- Terne (tin)
- Type metal (tin, antimony)
বিসমাথসম্পাদনা
জিরকোনিয়ামসম্পাদনা
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)